সংক্ষিপ্ত বর্ণনাঃ বিদ্যালয়টি একটি পাকা বিল্ডিং।এর চারটি কক্ষ রয়েছে।দুইটি বাথরুম ,একটি টিউবওয়েল এবং ছোট একটি মাঠ আছে।ছোট বড় অনেক গাছ আছে।বর্তমানে বিদ্যালয়ে তিনজন শিক্ষক এবং, ৩০০ জন ছাত্র ছাত্রী রয়েছে।
ইতিহাসঃ বিদ্যালয়টি ১৯৩২ইং(সরকারী করন ১৯৭৩ইং)। মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের দুঘর গ্রামে প্রতিষ্ঠিত হয়্।প্রথমে এটি দুঘর মক্তর নামে পরিচিত ছিল।তারপর দুঘর গ্রামের মরহম আব্দুর রহিমের উদ্যোগে জনাব আব্দুল মতিন ও হাজী গোলাম মস্তফা দাতা য়ে জেলা প্রশাসক বরাবর ৩১ শতক জমি সরকার নামে দান করায় ১৯৭৩ সনে দুঘর সরকারী প্রথমিক বিদ্যালয় নামে জাতীয় করন করা হয়।
ছাত্র সংখ্যাঃ
শ্রেণী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | মো্ট |
শিশু শ্রেণী | ১৮ | ১৮ | ৩৬ | ৩০ | ০৬ | ৩৬ |
১ম শ্রেণী | ২২ | ৪০ | ৬২ | ৫৪ | ০৮ | ৬২ |
২য় শ্রেণী | ২১ | ৩৮ | ৫৯ | ৪৬ | ১৩ | ৫৯ |
৩য় শ্রেণী | ২০ | ২৮ | ৪৮ | ৩৬ | ১২ | ৪৮ |
৪র্র্থ শ্রেণী | ২৫ | ২৩ | ৪৮ | ৩৩ | ১৫ | ৪৮ |
৫ম শ্রেণী | ১৫ | ১৮ | ৩৩ | ১৮ | ১৫ | ৩৩ |
মোটঃ | ১২১ | ১৬৫ | ২৮৬ | ২১৭ | ৬৯ | ২৮৬ |
কমিটির তথ্যঃ
ব্যবস্থাপনা কমিটি।
শিক্ষক ও অভিভাবক কমিটি।
টাস্ক কোর্স কমিটি।
স্লীপ কমিটি ।
মা সমাবেশ।
প্রভৃতি কমিটি রয়েছে। কমিটিগুলু বিদ্যালয়ের সারবিক পরিচালনায় সক্রিয়।
কমিটির তথ্যঃ
ব্যবস্থাপনা কমিটি।
শিক্ষক ও অভিভাবক কমিটি।
টাস্ক কোর্স কমিটি।
স্লীপ কমিটি ।
মা সমাবেশ।
প্রভৃতি কমিটি রয়েছে। কমিটিগুলু বিদ্যালয়ের সারবিক পরিচালনায় সক্রিয়।
আছে
অর্জনঃ-6+-10+ শিক্ষার্থীদের 100% ভর্তি নিশ্চিতকরন,সমাপনী পরীক্ষায় পাশের হার 100% ঝরে পড়া হার 0%।
বিদ্যালয়টিকে একটি আর্দশ ও মানসম্মত বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
যোগযোগঃ অটোরিশকা করে আসা যায়।
১) মোশেদা বেগম
২) শুকরিয়া আল
৩) কবিতা
৪) সোহাগ মিয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস